জেলা ও মহানগর কমিটির দুই সহ সভাপতি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ৭:১২:০১ অপরাহ্ন
শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের আর্থ সামাজিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা দেশবাসীর কল্যাণে কাজ করছে। হযরত শাহজালাল (র:)-এর মাজার এলাকায় দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। এ ক্ষেত্রে পর্যটন নগরী সিলেটের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দরগাবাজার ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেট জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সহসভাপতি আসাদ উদ্দিন আহমদকে হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রদত্ত সংবর্ধনার জবাবে তারা একথা বলেন।
দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে মঙ্গলবার রাতে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, মো: লুৎফুর রহমান লিলু,
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, সমিতির সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক শাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হেলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য এস এম মোরশেদ আহমদ টিপু, শাহ মো: এমদাদুর রহমান, তানিমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি