ছাতকে পরিচ্ছন্ন হলো শহীদ মিনার চত্ত্বর
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ৭:১৬:০৪ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকে শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও বিডি ক্লিন’র সহযোগিতায় সারা দেশের ন্যায় শহীদ মিনার ও শহীদ মিনার চত্ত্বর পরিস্কার-পরিচ্ছন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে শহীদ মিনার পরিচ্ছন্ন কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা সভাপতি মামুনুর রহমান।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তপন তরফদারের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচলনায় অনুষ্ঠিত পরিচ্ছন্ন কাজের উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, সাংবাদিক বিজয় রায়, বিডিক্লিন’র সামিনা রহমানসহ বিডিক্লিন’র সদস্যরা উপস্থিত ছিলেন।