জুড়ীতে দিশারীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ৭:৩৩:০৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে দিশারী সমাজকল্যাণ সংস্থা কামিনীগঞ্জ বাজার-এর উদ্যোগে জায়ফরনগর ইউনিয়নে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জুড়ী শিশু পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরে আলম লাল-এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ, সমাজকর্মী সাদাত হোসেন। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের ষাটজন শীতার্তকে কম্বল ও মাস্ক প্রদান করা হয়।