সিএনজি অটোরিকশায় গরু চুরির চেষ্টা: আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ৯:২৬:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে প্রকাশ্য দিবালোকে সিএনজি অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা কালে জনতার হাতে পাকড়াও হয়েছে দুই চোর। আটক করা হয় চুরি কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাও। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আখালিয়া সোনালি আবাসিক এলাকার যোগিপাড়ায় এ ঘটনা ঘটে। চোর ও সিএনজি অটোরিকশাকে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও যোগিপাড়ার মাঠে গরুর পাল ঘাস খাচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে মাঠ থেকে একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে দুই চোর পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখে সিএনজি অটোকারিকশাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে এসএমপির জালালাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে দুই চোর, চোরাই গরু ও ব্যবহৃত সিএনজি অটোকারিকশা থানায় নিয়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত দুই চোর হলো- ১। সুনামগঞ্জ জেলার হাসননগর আলীপাড়ার মৃত আব্দুল মুত্তালিবের ছেলে ও বর্তমান মীরবক্সটুলা আজাদী-১৩ নং বাসার বাসিন্দা (খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) ইমরান আহমদ (৪৬) এবং ২। দোয়ারাবাজারের কলাউড়া গ্রামের আলী আহমদের পুত্র ও বর্তমান নগরীর ফাজিল চিশত ১৮/১৩ নং বাসার বাসিন্দা (রাসেল মিয়ার বাড়ী) ইসমাইল আহমদ (২৫)।