তেতলীতে জাপা নেতার শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ১০:২৫:৩৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ। শুক্রবার সন্ধ্যায় তিনি তেতলী সহ টিল্লাপাড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, টিল্লাপাড়া এলাকার মুরব্বি মকবুল মিয়া, তাজুল মিয়া, সানুর মিয়া, দুলাল মিয়া, আব্দুল মালিক, নিয়াজ মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের সবাইকে এই শীতে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। শীতে অসহায় মানুষের কষ্টে বেড়ে যাই। তাই তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি