করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২১, ৯:২১:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে জাসদের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ থেকে হাসানুল হক ইনু করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন। তবে বাড়তি সতর্কতা হিসেবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।