বিশেষ নির্দেশনায় কোয়ারেন্টিন মুক্ত ৭৩ লন্ডন প্রবাসী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২১, ৯:৩৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাধ্যতামুলক কোয়ারেন্টিন শেষে হোটেল থেকে বাড়ী ফিরলেন সিলেটের ১১৫ লন্ডন প্রবাসী। তারা ৪, ৭ ও ১১ জানুয়ারী বিমানের ফ্লাইটে সিলেটে এসেছিলেন। তবে তাদের সবার ১৪ দিনের কোয়ারেন্টিন পূর্ণ হয়নি। এর আগেই বিশেষ নির্দেশনায় তাদের ছেড়ে দেয়া হয়। রোববার রাত ও সোমবার সকালে বাড়ি ফেরেন তারা।
সরকারের নির্দেশনা অনুসারে, লন্ডন ফেরতদের বাধ্যতামুলক কোয়ারেন্টিন ১৪ দিন। অথচ দু’দিনে ছেড়ে দেয়া ১১৫ জনের সবার কোয়ারেন্টিন পূর্ণ হয়নি। শুধু ৪ জানুয়ারী আগত ৪২ জনের ১৪ দিন পূর্ণ হয়েছে। বাকী ৭৩ জনের ১৪ দিন পূর্ণ হয়নি। তবুও তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল দৈনিক জালালাবাদকে বলেন, হ্যা এটা ঠিক সবার ১৪ দিন পূর্ণ হয়নি। কেবল ৪ জানুয়ারী যারা এসেছিলেন তাদের নির্দিষ্ট দিন পূর্ণ হয়েছে। তবে কেন তাদের ছেড়ে দেয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এদের নিয়ে একটি বিশেষ নির্দেশনা ছিলো। তাই ছেড়ে দেয়া হয়েছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুতে বাংলাদেশে আসা প্রবাসীদের ক্ষেত্রে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। এরপর কোয়ারেন্টিন কমিয়ে চার দিন করা হয়। আর তা ১৫ জানুয়ারীর পর থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে কার্যকর করার কথা।