সিলেটে দরিদ্রদের চিকিৎসাসেবা সেনাবাহিনীর
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২১, ৯:৩৭:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে চিকিৎসাসেবা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর মেডিসিন, শল্য, নাক-কান-গলা, চক্ষু, স্ত্রীরোগ ও দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ‘ফুল কোর্স’ ওষুধ বিতরণ করা হয়।
১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এডিএমএস কর্ণেল মাকসুমুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, মানবকল্যাণে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। চিকিৎসা ক্যাম্পের তত্বাবধানে ছিলো ১৭ পদাতিক ডিভিশনের ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্স।