চিকিৎসা সেবায় মানবিকতার বিকল্প নেই : ডা: হরিপদ রায়
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৭:৪২:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মানুষের আস্থা অর্জনে চিকিৎসা সেবায় সততা, আন্তরিকতা ও মানবিকতার বিকল্প নেই। চিকিৎসক জীবনে অনেক সিরিয়াস রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। আমার কাছে টাকার চেয়ে রোগীদের সুস্থ করে তাদের মুখে ফুটে ওঠা হাসিই বড়। যতদিন বাঁচবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শাহীবাগ আবাসিক এলাকার হোসেন ভিলায় মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: ইকবাল হোসেন এর চেম্বার এবং একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা: হরিপদ রায়।
এসময় উপস্থিত ছিলেন ডা: ইকবাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল ও সাধারণ সম্পাদক কবিরুল আলম, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া, রেনাটা ফারমাসিউটিক্যাল লিমিটেডের ইকবাল হোসেন ও অরিষ্ট আই ভিশনের সুব্রত পাল।
পরে চেম্বার এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে মেডিসিন, শিশু, গাইনী ও চক্ষু বিভাগের ডাক্তারগণ যথাক্রমে ডা: ইকবাল হোসেন, ডা: এম এ মুনীম, ডা: আব্দুল বাতেন, ডা: ফাতেমাতুজ তুষ্টি, ডা: ফাহমিদা পারভীন, ডা: আখি আক্তার, ডা: দিপুল পাল ও ডা: সুমন দেবনাথ উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।