লন্ডন এক্সপ্রেস বাসচালকের আসনের নিচে মিলল ১৮ হাজার পিস ইয়াবা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৩:০৯:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় লন্ডন এক্সপ্রেস পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার বাইপাস এলাকার হাম কনভেনশন সেন্টারের সামনে বাসটিতে তল্লাশি করে সাড়ে ১৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-৭।
এ ঘটনায় রোববার র্যাব-৭ পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তার বাসচালককে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
ওই বাসচালকের নাম মো. বাদশা মিয়া(৩৮)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, লন্ডন এক্সপ্রেস পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার বাইপাস এলাকায় বাসটিতে তল্লাশি করা হয়। এসময় চালকের আসনের নিচের একটি বক্সে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সূত্র : সমকাল