এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: সাক্ষী না আসায় পরবর্তী তারিখ ২৭ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৫:২৫:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মীদের বিপক্ষে আদালতে সাক্ষ্য দিতে আসেননি সাক্ষীরা। আদালতে বাদীপক্ষের সাক্ষীরা উপস্থিত না হওয়ায় পিছিয়েছে পরবর্তী তারিখ আগামী ২৭ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে এ তারিখ নির্ধারণ করেন। এ সময় মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় ৮ আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আসামীদের আদালতে হাজির করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি রাশিদা সাঈদা খানম। তিনি বলেন, বাদীপক্ষের আইনজীবী সংঘবদ্ধ ধর্ষণ ও ছিনতাই মামলা একই আদালতে একসাথে বিচার কাজ শুরু করার আবেদন করেন। বিচারক তা খারিজ করে আগামী তারিখে সাক্ষী হাজির করার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আবুল কাশেমের আদালতে ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য।
এতে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান করে আরো ৬ জন ছাত্রলীগ কর্মীকে সরাসরী ধর্ষণে জড়িত থাকা এবং অপর দুই জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে আসামী করা হয়।