সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরীতে কাজ করছে : ইমরান আহমদ এমপি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৬:২৮:০৭ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জৈন্তাপুর উপজেলার ভাটির জনপদ হিসাবে পরিচিত পিছিয়েপড়া দরবস্ত এলাকায় নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স হাইস্কুল এক অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি উপজেলায় দক্ষ জনগোষ্ঠী তৈরী করতে নারী শিক্ষা কে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে নতুন শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষা ভবন নির্মাণ করে শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের চলমান উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে তিনি প্রশাসনসহ স্থানীয় জনগন কে সহযোগিতা করতে প্রতি আহবান জানান।
রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জৈন্তাপুর উপজেলায় দরবস্ত তেলিজুরীস্থ মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুলের নতুন একাডেমিক শিক্ষা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোহাম্মদ শামছুজ্জামান, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, জৈন্তাপুর মডেল থানার অফিসার মহসীন আলী, গোয়াইনঘাট সরকারী কলেজরে অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো: সোলায়য়মান হোসেন, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সহ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য আবুল হোসেন, সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দিনব্যাপী জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি