মৌলভীবাজারে আল্ট্রা ট্রেইল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ৬:০৯:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে চা বাগান ও পাহাড়ী জনপথের ভেতর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আলট্রা ট্রেইল ম্যারাথন দৌড়-২০২১ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন ১৭টি দেশের ৩০ জনসহ ৭ শতাধিক নারী ও পুরুষ রানার। তিনটি ধাপে যথাক্রমে ৫০ কিলোমিটার, ২১ দশমিক ১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহনকারীরা উৎফুল্লতার সাথে দীর্ঘ পথ পাড়ি দেন।
শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার ভোর ৫টায় জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রানার। তার সাথে যোগদেন বিদেশী রানাররাও। ভোর ৬ টায় প্রথমে শুরু হয় ৫০ কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়। পরে সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যারাথন দৌড় শুরু হয় ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বের। সব শেষে সাড়ে ৭ টায় শুরু হয় ১০ কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়।
প্রতিটি ট্রেইলে নারী ও পুরুষ মিলে ৬টি পুরস্কারসহ মোট ১৮ জন রানারকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হয়। অংশগ্রহনকারী রানাররা জেলার বিভিন্ন স্থানে আগে থেকেই রিসোর্ট, গেষ্ট হাউজ আগাম বুকিং করেছিলেন।