আকাশের সাথে নদীর মিতালী
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩২:০২ অপরাহ্ন
আজ শীতের শেষ দিন। শীত বিদায়ের পথ ধরে সহাস্যে উঁকি দিচ্ছে ঋতুরাজ বসন্ত। মাঘের শেষে বসন্তের আগমনে প্রকৃতিতে ফাল্গুনের টান পড়েছে। তাপমাত্রা বাড়ছে। শীত বিদায়ের লগ্নে হাল্কা কুয়াশার ধূম্রজাল চিরে পূব আকাশে সূর্য উদিত হয়েছে কালও। যার সৌন্দর্য্য বিস্ময় জাগায়, মুগ্ধ করে। সূর্যের সাথে পানির এই মায়াময় প্রতিবিম্ব সত্যিই মোহনীয়! কোমল সূর্যরশ্মিতে আকাশের সাথে নদীর মিতালির এই অপরূপ দৃশ্যটি গতকাল ভোরে নগরীর কুশিঘাট থেকে ক্যামেরাবন্দী করা হয়। ছবি : জালালাবাদ