কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের গুণীজন সম্মাননা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:২১:৪১ অপরাহ্ন
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শব্দলিপির মোড়ক উন্মোচন, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ১০টায় এবং দ্বিতীয় পর্ব বিকাল ৩টায় শুরু হবে।
এতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ‘কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন রায়, সদস্য সচিব শহিদুল ইসলাম লিটন ও যুগ্ম সদস্য সচিব প্রশান্ত লিটন। বিজ্ঞপ্তি