শায়েস্তাগঞ্জে দাবা প্রতিয়োগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ৭:২৮:৪২ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শহীদ রমিজ উদ্দীন, বীর বিক্রম দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, শায়েস্তাগঞ্জের উদ্যোগে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। লীগভিত্তিক প্রতিয়োগিতায় উপজেলার ১৬জন দাবাড়ু অংশ নিচ্ছেন। উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথমবারের মতো শায়েস্তাগঞ্জে বীর মুক্তিযোদ্ধার নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আায়োজন করা হলো।
শায়েস্তাগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা অক্তার, বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেণ্ট (অব) আব্দুল আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, সাংবাদিক মামুন চৌধুরী, ক্রীড়াবিদ আজিজুর রহমান ফয়সল প্রমুখ। বিজ্ঞপ্তি