স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ে জামায়াত সব সময় সোচ্চার : এড. জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩৬:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন একটি শান্তিপূর্ণ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত। জামায়াতের সকল আন্দোলন আদর্শিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ের দায়বদ্ধতা থেকে জামায়াত সব সময় সোচ্চার।
তিনি বলেন ইসলামের সুমহান সৌন্দর্য্যরে আলোকে প্রত্যাশিত স্বপ্নীল সমাজ গঠনে আমরা যে কাজ করছি তার বার্তা এদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এদেশের মানুষ শান্তিপ্রিয়।এদেশের মানুষের আত্মার সাথে মিশেআছে ইসলাম। দেশ বিরোধী, ইসলাম বিরোধী অপশক্তি সব সময়ই আমাদের বিরুদ্ধে লেগে আছে। তাদের এসব অপচেষ্টা রোধে প্রতিটি দেশপ্রেমিক জামায়াত নেতাকর্মীকে সজাগ থেকে কাজ করতে হবে।
এহসানুল মাহবুব জুবায়ের শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) আয়োজিত ইউনিয়ন সভাপতি-সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট উত্তর জেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো. জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলেন ইসলামী আন্দোলনের কর্মী ও দায়িত্বশীলদেরকে নিজেদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নে সব সময় তৎপর থাকতে হবে। তিনি সবাইকে কুরআন ও হাদীসের সঠিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা জয়নুল আবেদীন ও আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খাঁন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা আনওয়ারুল আম্বিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তর সেক্রেটারী জালাল আহমদ চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ইমরুল হাসান প্রমূখ। বিজ্ঞপ্তি