স্টেশন ক্লাবে বসন্তবরণ ও পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৭:৩৯:৪৬ অপরাহ্ন
সিলেট স্টেশন ক্লাবের মহিলা উপ-পরিষদের উদ্যোগে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর বন্দরবাজারস্থ স্টেশন ক্লাবে গত শনিবার সন্ধ্যায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২১ জন নারী বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বহনকারী নানা রকম স্বাদের পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। এছাড়াও আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে অনুষ্ঠানে আগত সুধীজনকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধ পুলি ও চন্দ্র পুলিসহ প্রায় ৫০ রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন নারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ, উন্নয়ন এবং আবাসিক পরিচালক নেহাল মোহাম্মদ হাসনায়ন, ক্রীড়া পরিচালক রাফি ইব্রাহিম, ডিরেক্টর রেক্রেটি ফজলে এলাহী চৌধুরী, সংস্কৃতি বিষয়ক পরিচালক মুহাম্মেদ আলতাফ, বিনোদন বিষয়ক পরিচালক আখলাকুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন সিলেট স্টেশন ক্লাবের মহিলা উপ-পরিষদের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক বিলকিস জাহান চৌধুরী, সদস্য রওনক জাহান, জেবুন নাহার সেলিম, ছায়রা চৌধুরী, পরিষদের আহবায়ক কানিজ ফাতেমা শারমিন, মৌসুমি সেন, রেবেকা ইয়াসমিন, তুলশী রাণী দত্ত, বিদ্যুৎ প্রভা সাহা, সানিলা বানু, কৃঞ্চা চন্দ্র, পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর হিরণ, অর্থ ও পরিকল্পনা পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল প্রমুখ। বিজ্ঞপ্তি