বাজেট প্রণয়নের লক্ষ্যে চেম্বারের প্রস্তাবনা আহবান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৮:০৫ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ড ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। এ লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সকল বাণিজ্য সংগঠনের নিকট হতে বিষয়ভিত্তিক প্রস্তাবনা আহবান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে নির্দিষ্ট বিষয় যথা- (ক) মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন-২০১২ (খ) মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক বিধিমালা-২০১৬ (গ) দি এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট-১৯৪৪ এবং (ঘ) উল্লিখিত আইনসমূহের অধীন প্রণীত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ এর উপর বিভিন্ন সংগঠনের প্রস্তাব নির্ধারিত ছকে, নিকশ ফন্ট-এ আগামী ৮ মার্চ ২০২১ইং তারিখের মধ্যে লিখিতভাবে (সফ্ট কপি ও হার্ড কপি সহ) দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। নির্ধারিত ছকের কপি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট অথবা সিলেট চেম্বার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি