সারি নদী বাঁচাও আন্দোলনের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৯:৩১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ’নদীর ভাষা, নদীর ব্যথা’ শীর্ষক এক আলোচনা সভায় ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র উপদেষ্টা ডাঃ মো: নুর উদ্দিন এ কথা বলেন। রোববার জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে সারি নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ শাহেদ আহমেদের সভাপতিত্বে ও আব্দুল হাই আল-হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র উপদেষ্টা ডাঃ মো: নুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবীর খান, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, শিক্ষক ফয়জুল হক, প্রকৌশলী হেলাল আহমদ, ছড়াকার সাইদুল মুরছালিন, যুবলীগ নেতা সুমন আহমদ, সাংবাদিক নাজমুল ইসলাম, সোহেল আহমদ, মোঃ আব্দুল্লা, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ, মামুন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রাণ, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গিকার করেন। সিলেট-তামাবিল সড়ক উন্নয়ন কাজে মাটির চাহিদা পুরণের জন্য ভরাট হয়ে যাওয়া বিল ও জলাভূমি থেকে মাটি কেটে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।