রাজনগরে মাতৃভাষা দিবসে জামায়াতের আলোচনা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:২৭:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল দায়িত্বশীল এহসানুল মাহবুব জুবায়ের। দেলওয়ার হোসাইন বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর জননেতা আব্দুল মান্নান এবং জেলা সহকারী সেক্রেটারী মোঃ ইয়ামির আলী। আরও উপস্থিত ছিলেন এম এ আলী, জে এ মুহিত, শেখ মু শাহাবুদ্দিন, মু সাইফুল ইসলাম প্রমুখ।