ছাতকে ভারতীয় পোস্তা দানাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানাসহ দুই চোরাকারবারীক গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় এসব আমদানির করায় শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক থানার দক্ষিণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জের খিলপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সোহেল (২৭) ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের আনোয়ারপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মোহন (২৮)।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় ছাতক থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে। রোববার র্যাব-৯ এর গণমাধ্যম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।