সিলেটে করোনা শনাক্ত আরো ১৭
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো ৩ জন রয়েছেন। নতুন করে সুস্থ হয়ে উঠা ৩ জনই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭৪২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়াও এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৭ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।