গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসায় আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:২৮:২৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপরে মাদ্রাসার হলরুমে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি ময়ীনুল হক মুমীনের সভাপতিত্বে ও আল ফজল ছাত্র সংসদের ভারপ্রাপ্ত ভিপি হাফিজ বিলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদনী। বক্তব্য রাখেন বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, মাওলানা মইজ উদ্দিন, ছালিক আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা সদরুল আলম প্রমূখ। সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইসমাঈল ফারদী সুমিম ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সৈয়দ জাবের আহমদ। এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আল ফজল ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।