মৌলভীবাজার সমিতি সিলেটের অভিষেক শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৭:৪০ অপরাহ্ন
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট-এর ২০২১-২২ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি ড. এ কে আবদুল মুবিন। অনুষ্ঠানে মৌলভীবাজার সমিতি সিলেটের উপদেষ্টাবৃন্দ ও সিলেটে বসবাসরত মৌলভীবাজারর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার সমিতির সকল সম্মানিত জীবন সদস্যসহ সংশ্লিষ্টদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও অভিষেক বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ডা. মোঃ হেলাল উদ্দিন আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি