শপথগ্রহণ করলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪০:৫০ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: শপথগ্রহণ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল ও ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ করেন তারা। সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
নব-নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শপথগ্রহণ করেন ১নং ওয়ার্ডের জহির উদ্দিন সেলিম, ২নং ওয়ার্ডের জামেল আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডের জবান আলী, ৪নং ওয়ার্ডের এম ফজলুল আলম, ৫ নং ওয়ার্ডের রুহিন আহমদ খান, ৬নং ওয়ার্ডের জাহেদ আহমদ, ৭নং ওয়ার্ডের হেলালুজ্জামান হেলাল, ৮নং ওয়ার্ডের ফারুক আলী, ৯নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মেহেরুন বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলে ২২ দিন পর তাদের গতকাল শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।