তাহিরপুরে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪১:২৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হ্যান্ডট্রলির চাকায় পিষ্ট হয়ে শরীয়তউল্লাহ নামে (৯) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের মোতালিব মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের সামনে দিয়ে জলামিন নামে একজন হ্যান্ডট্রলি চালিয়ে লামাগাঁও গ্রামের সামনে দিয়ে যাওয়ার পথে নিজ বাড়ি থেকে রাস্তায় দৌঁড়ে এসে গাড়ির পিছনের চাকায় পিষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার এস আই পাপেল রায় জানান, একটি শিশু হ্যান্ডট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।