কেমুসাসের ১০৮০তম সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৭:৪২:৩১ অপরাহ্ন
বাঙ্গালীর স্বাধীনতার গৌরবময় ইতিহাস আমাদের সাহিত্যে তুলে ধরার আহবান জানিয়েছেন কেমুসাসের ১০৮০তম সাহিত্য আসরে বক্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১০৮০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখা পাঠের আলোচনা শেষে সভাপতির বক্তব্যে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস বলেন, বাংলার লাল সবুজের পতাকার মাঝে লাখো শহীদের স্মৃতি যেভাবে জড়িত, তা আমাদের সাহিত্যের অন্যতম খোরাক। আমাদের স্বাধীনতা যুদ্ধ ও এর ইতিহাস আমাদের লেখনীতে তুলে ধরে আগামী প্রজন্মকে দেশ প্রেমে উদ্ধুদ্ধ করা প্রয়োজন।
সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব ও কামরুজ্জামান হেলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।
আসরে লেখাপাঠ করেন রেনুফা রাখী, ছয়ফুল আলম পারুল, সিরাজুল হক, হেলাল উদ্দিন দাদন, মুহাম্মদ ফয়জুল হক, কুবাদ বখত চৌধুরী রুবেল, কামাল আহমদ, মিদহাদ আহমদ, শাহিনা জালালী পিয়ারী, জাকওয়ান সালেহ, লুৎফা আহমদ লিলি, জুবায়ের নাবিল, ফাহিজুর রহমান, পাবেল মিয়া, মো. বাহাউদ্দীন বাহার ও লিলু মিয়া। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এ. কে রাইহান। বিজ্ঞপ্তি