মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৬:৫৮:৫৩ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব: গড়বে নতুন সমতার বিশ্ব’ এর ওপর আলোকপাত করে সভায় বক্তব্য রাখেন নারী শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম বলেন, কাজী নজরুল ইসলামের ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ পঙতিটি এখন বাস্তবে আমাদের উপলব্ধির এবং চর্চা করার সময় এসে গেছে। নারীর স্বাধীনতা নয়, বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে।’
বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ¯িœগ্ধা দাস, সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি