সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট চালু হওয়ায় চেম্বারের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৬:৫৯:৩৪ অপরাহ্ন
সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেটের অনেক আমদানি-রপ্তানিকারক চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করে থাকেন। এছাড়াও শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় সিলেট ও চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রায়শই সিলেট-চট্টগ্রাম যাতায়াত করতে হয়। কিন্তু এ রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট না থাকায় ব্যবসায়ীদের যাতায়াতে প্রচুর সমস্যা হচ্ছিল। উক্ত রুটে বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছিল। সিলেট চেম্বারের দাবী বিবেচনায় নিয়ে আগামী ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি সিলেট চেম্বারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সিলেটের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতের বিকাশে এ ফ্লাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি