সিফডিয়া’র সাংবাদিকতা প্রশিক্ষণে ভর্তি চলছে
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৭:৩৯:৪২ অপরাহ্ন
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাসমিডিয়া সিফডিয়ার উদ্যোগে সিলেট প্রেসক্লাবে ২দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ঢাকা ও সিলেটের সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ প্রদান করবেন। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনে আগ্রহীদেরকে আগামী ১০মার্চের মধ্যে সিফডিয়ার অফিসে (৯০৬, সিলেট সিটি সেন্টার, জিন্দাবাজার,সিলেট) অথবা মোবাইল ০১৭৩০১২২০৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি