বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৭:৪৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট-সুনামগঞ্জ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। নিহত আব্দুল গনি (৮০) সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামাপারকুল গ্রামের বাসিন্দা। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন থাকার ৩দিন পর সোমবার মারা যান। নিহতের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার আব্দুল গনি তার এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে জালালাবাদ থানার হাউসা গ্রামের সামিনা কমিউনিটি সেন্টারে যান। বিকেল ৩টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে সামিনা কমিউনিটি সেন্টারের সামনে নামামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল আব্দুল গনিকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান আব্দুল গনি।
এই ঘটনায় নিহত আব্দুল গনির ছেলে মো. সাজ্জাদুর রহমান এসএমপির জালালাবাদ থানায় অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।