সিলেটে ২০ দিনে ১৭ খুন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২১, ১১:০০:১২ অপরাহ্ন
এ টি এম তুরাব : সিলেটে হঠাৎ বেড়েছে খুনাখুনি। তুচ্ছ কারণে একের পর এক খুনের মতো ঘটনা ঘটছে। বিগত বছরের তুলনায় চলতি বছরের শুরু থেকে আশঙ্কাজনকভাবে বেড়েছে খুনের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব, কলহ ও পরকিয়া সম্পর্ক এবং সামাজিক অবক্ষয় এর কারণ।
প্রাপ্ত তথ্যানুযায়ী গত ৩ সপ্তাহে সিলেট বিভাগের চারটি জেলায় এ রকম ১৭টি খুনের ঘটনা ঘটেছে।
এর মধ্যে স্বামীর হতে স্ত্রী, প্রেমিকের হাতে স্কুলপড়ুয়া ছাত্রী, ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী, বসতঘরে মা-মেয়েকে গলাকেটে হত্যা, হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধা ও ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার। এছাড়া সীমান্তে দায়িত্বে নিয়োজিত ভারত-বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল ঘাতকদের এখনো গ্রেফতার কিংবা আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে খোদ প্রশাসন ও সরকারের বিভিন্ন সংস্থা উদ্বিগ্ন।
পুলিশ বলছে, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বই অধিকাংশ খুনের কারণ। এর মধ্যে অনৈতিক সম্পর্ক, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।
অপরাধ পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, পারিবারিক সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধে হত্যাকা-, নির্যাতন-নিপীড়নের ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে করোনাকালে নৃশংসতার ঘটনা বেড়েছে। এসব হত্যাকা-ের অনেকটির ক্লু এখনও উদঘাটন হয়নি। এছাড়া চোর, ছিনতাইকারী, ডাকাতসহ পেশাদার অপরাধীরাও সক্রিয় হয়ে ওঠেছে।
প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমরান আহমদ সায়মন (২২) নামের তরুণ ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি পৌর এলাকা দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের মছলন্দর আলী মছনের পুত্র ও নাদিয়া এন্ড তায়েফ ভেরাইটিজ স্টোরের পরিচালক। শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পৌর শহরে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
রোববার (২১ মার্চ) রাত ৯টার দিকে সিলেটের জকিগঞ্জে থেকে সাবেক মেম্বার পদপ্রার্থী এবাদুর রহমান (৫০) এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার কাজলসার ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে
একই রাত গোলাপগঞ্জে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশামুল হক শাহিন (৪২) কে খুন হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে সন্ত্রাসীরা তাকে খুন করে পালিয়ে যায়। শাহিন লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা। তিনি দুই শিশু পুত্র সন্তানের জনক।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের গোটাটিকর থেকে জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফুলভরী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।
এদিকে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাজনিন আক্তার (১৮) নামের এক স্কুল পড়ুয়া তরুণীকে খুন করলো কথিত প্রেমিক। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে এমন নৃশংস হত্যার ঘটনা ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। এ ঘটনায় ঘাতক নাজিম উদ্দিন পাশা কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তরুণী নাজমিন আক্তার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরী’র পালিত কন্যা।
মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি একই এলাকার আবদুর রউফের ছেলে।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজনগর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লক্ষণ পাল (৩৫)। তিনি ব্যবসার কাজে রাজনগরে গিয়েছিলেন।
অপরদিকে, কমলগঞ্জে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় সিএনজিচালিত অটোরিকশা চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক জলিল মিয়া (২৭) আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তি এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন এক মাইক্রোবাসচালক।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আশরাফ হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার জাতুকর্ণপাড়ার মাইজের মহল্লা এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশরাফ আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে বানিয়াচংয়ের দোয়াখানী এলাকায় তার নানাবাড়িতে থাকতো।
একইদিন শনিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর কাঠের আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লার স্ত্রী গেধনী বেগম (৫২)কে ঘুমন্ত অবস্থায় ঘাতক স্বামী কাঠ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গেধনী বেগম অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বীরেশ দাশ (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দরজা ভেঙে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা ও বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত মহেশ দাশের ছেলে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুর নগর গ্রামে দু’পক্ষের লোক জনের সংঘর্ষে শাহ মুল্লক (৪৫) নামের ১ জন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) পিয়ান নদীর উত্তর পাড়ে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহ মুল্লক নুর নগর গ্রামের আবদুস সালমের ছেলে।
এইকদিন শনিবার (৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বনগাও সীমান্তে বিজিবি’র সাথে গরু চোরাকারবারিদের সংঘর্ষে ১ চোরাকারবারি নিহত।
তার নাম কামাল মিয়া। তিনি রঙ্গাচর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
অপরদিকে, সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাতনামা আনুমানিক ২০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে পৌরসভার দক্ষিণ বাগবাড়ী আবাসিক এলাকার একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া, ছাতকে রহস্যজনকভাবে এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামে এ ঘটনা ঘটে। স্বামীর বাড়ীর লোকজনের দাবি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বেদানা বেগম (৪৭)।
এদিকে, বেদানা বেগমের পিত্রালয়ের লোকজনের অভিযোগ স্বামীকে না বলে পিত্রালয়ে যাওয়ার কারণে স্বামী সহ পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বেদানা বেগমকে।
সার্বিক বিষয় নিয়ে কথা হয় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে।
তিনি জালালাবাদকে বলেন, এসব হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে আলোচিত একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।