কাল থেকে দেশে লকডাউন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ১২:০১:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক :
এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আগামীকাল সোমবার থেকে সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
গত কয়েক দিনে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
এর আগে বৃহস্পতিবার দেশে আরো ছয় হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৫৯ জন।
এদিকে, লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন। তবে এই সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে। শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর এমন ঘোষণা আসবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, লকডাউনে সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। আর লকডাউনে সাধারণত গণপরিবহন বন্ধ থাকে। করোনায় গণপরিবহন হিসেবে রেল যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখবে। এছাড়া শুধু মালবাহী ট্রেন চলবে।
তিনি আরও বলেন, আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় বিস্তারিত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে কীভাবে পরিবহন চলবে সে বিষয়েও বিস্তারিত থাকবে। তখন সবগুলো প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব টিকিট অগ্রিম বিক্রি হয়েছে তার টাকা ফেরত দেওয়া হবে।
তবে রেলের অতিরিক্ত মহাপরিচালক (পারেশন) সরদার সাহাদাত আলী বলেন, এখন রেল বন্ধ করার কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে নির্দেশনা পাওয়া পর আমরা সিদ্ধান্ত নেব।
এদিকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের অনুমতি প্রার্থনার ফাইল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর প্রক্রিয়া চলছে। শনিবার (৩ এপ্রিল) রাতেই বৈঠকের সামারিসহ ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পৌছনো হবে। মন্ত্রিপরিষদ বিভাগে এখন চলছে ফাইল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার বিকালে লকডাউনের রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী ৭ দিনের জন্য লকডাউনের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা পরিচালনারও প্রস্তাব করা হয়েছে।