‘যোদ্ধাবেশে’ ঘোড়ায় চড়া সেই হেফাজতকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ১০:০৪:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ৬ জন মুসল্লি নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে ঘোড়ায় চড়ে বিক্ষোভে অংশ নেয়া হাছান ইমাম নামে আলোচিত সেই হেফাজত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রাঙামাটির দুর্গম এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (০৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, নাশকতার এক মামলায় শুক্রবার দিনগত রাত আড়াইটায় উপজেলার আমতলী কবিরহাট মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত হাছান ইমাম আলোচিত হন গত রোববার (২৮ মার্চ) ঢাকায় হেফাজতের ডাকা হরতালে ঘোড়াই চড়ে পিকেটিং করে। এর আত্মগোপনে ছিলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলীর এক মাদ্রাসায়।