ফেঞ্চুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৬:৪৭:২৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা: করোনা সংক্রমণরোধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযানে নেমেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন। রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারের থানা রোড পয়েন্টের কয়েকটি শপিংমল ও পূর্ব বাজারের অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর আগে সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার করোনায় সচেতনতার বিষয়ে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এতে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য বদরুল আমীন, আরকে দাস চয়ন, মোস্তাফিজুর রহমান কিনেল, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, আসিফ ইকবাল ইরন প্রমুখ।