জামালগঞ্জে মৎস্য চাষীদের বিভিন্ন উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৬:৪৮:৫১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বাড়ানোর লক্ষে মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়ে) এর আওতায় বিভিন্ন প্যাকেজ সেবা গ্রহিতা মৎস্য চাষীদের (আর-ডি) মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।
রোববার বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপকরণ বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলার সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ক্ষেত্র সহকারী হিরন লাল শিকদার প্রমুখ।
এর পূর্ব জামালগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এডিপির আওতায় উপজেলার ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামের মৎস্য চাষী জামাল হোসেনকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন ইকবাল আল-আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদা সাজিব, ভীমখালী ইউপি চেয়ারম্যন মো: দুলাল মিয়া, উত্তর ইউপির চেরাম্যান মো: রজব আলী, বেহেলী ইউপি চেয়াম্যান অসীম তালুকদার, সাচনাবাজার ইউপি প্যানেল চেয়ারম্যন আতাউর রহমান প্রমুখ।