ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৬:৫০:১৭ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুর উপজেলার গতকাল রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসানুজাম্মান উসমান। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউনিয়ন সন্তান মুক্তিযোদ্ধা কমান্ডার দেওয়ান আব্দুল আওয়াল, উপজেলা সন্তান কমান্ডার মনোয়ারা বেগম ও নাসির উদ্দিন খাঁন।
দিবসটি যথাযোগ্য ও রাষ্ট্রীয় মর্যাদায় পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।