কুলাউড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৬:৫৩:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা শহরে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ রোববার বেলা ৩টায় মিলি প্লাজা বাণিজ্যিক ভবনের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন।
ব্যাংকের পরিচালক সিআইপি মোহাম্মদ ওলিউর রহমান এর সভাপতিত্বে ব্যাংক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান ও মমদুদ হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, এনআরবিসি মুন্সিবাজার ব্যাংক শাখার ব্যবস্থাপক শফিক মিয়া মজুমদার।
ব্যাংকের কুলাউড়া শাখার ম্যানেজার (অপারেশন) এনাম উদ্দিন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আপ্তাব উদ্দিন, কুলাউড়া শাখার ইনচার্জ রহমত আলী, সিলেট বটেশ^র শাখার ব্যবস্থাপক আব্দুল কাদির, সিলেট শাখার ব্যবস্থাপক আব্দুল মোবিন, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, ছাতক শাখার ব্যবস্থাপক দেওয়ান আল আমিন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মিলি প্লাজার ম্যানেজার নাসির উদ্দিন প্রমুখ।