সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৭:২৭:০০ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির এক বিশেষ সভা শনিবার দুপুরে ফোরামের সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোভিড-১৯ এর সার্বিক অবনতিশীল পরিস্থিতি ও সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং কয়েকটি প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় করোনা মহামারী থেকে সিলেট বিভাগের অধিবাসীদের রক্ষা কল্পে হাট-বাজার, অফিস-আদালত, স্টেশন-টার্মিনাল, যানবাহন সর্বত্র স্বাস্থ্য বিধি পালনে বাধ্যবধকতা আরোপ, মোবাইল কোর্টসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করতঃ সকল প্রকার জনসমাগম বন্ধের লক্ষ্যে মেলা, ধর্মীয় অনুষ্ঠান, কমিউনিটি সেন্টারে সভা-সমাবেশ, বিভিন্ন মাজারে চলমান উরস বন্ধ এবং সিলেট বিভাগের সীমান্ত এলাকায় সকল ল্যান্ডপোর্ট ও ইমিগ্রেশন চেকপোস্টে আগতদের করোনা টেস্ট ও কোয়ারাইটেইন এর বাধ্যবাধকতা পালন ও স্বাস্থ্য বিভাগের সুপারিশ মোতাবেক সিলেট বিভাগ লকডাউন করতঃ বহিরাগতদের চলাচল ও যাতায়াতে বিধি নিষেধ আরোপের দাবী জানানো হয়।
অপর এক প্রস্তাবে গ্রীষ্ম শুরুর পূর্বেই সিলেট বিভাগের সর্বত্র বিদ্যুতের লোকচুরির কারণে সিলেটবাসীর জীবন অতিষ্ট এবং অফিস-আদালত, বাসা-বাড়ি, হাসপাতাল, এতিমখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ-কর্ম ব্যহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে রমজানের পূর্বেই সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবী জানানো হয়।
সভায় আলোচনায় অংশ নেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি