কমলগঞ্জে সুনছড়া চা শ্রমিক যুবসংঘ গঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৮:১৯:৩৭ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া ডিভিশন চা শ্রমিক যুব সংঘের কমিটি গঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় শমশেরনগরে চা শ্রমিক সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজার চা শ্রমিক সংঘের নেতা স্যামুয়েল বেগম্যান এর সভাপতিত্বে ও স্বপন নায়েক এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীন, সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক সংঘের নেতা হরি নারায়ন হাজরা, মিলন নায়েক, সাগর ভ’ঁইয়া, বিশ্ব নায়েক, মিন্টু ভূঁইয়া প্রমুখ।
সভায় মিলন নায়েককে সভাপতি ও স্বপন নায়েককে সাধারণ সম্পাদক ও দুলাল ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সুনছড়া ডিভিশন চা শ্রমিক যুবসংঘের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।