র্যাবের হাতে ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৮:২৪:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে র্যাব অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার করেছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলো, মো. জিতু মিয়া (২৩), লাবু মিয়া (৩০) ও মখন মিয়া (৪৮)।
র্যাব জানায়, শনিবার রাতে র্যাব-৯ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে জালালাবাদ ও এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে জিডি মূলে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।