দক্ষিণ সুরমায় কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৮:৩৮:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ১৫ বছরের কিশোরীকে ফুসলিয়ে ঘুরে বেড়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রুবেল মিয়া (২৮) নগরীর বাগবাড়ি এলাকার (হানিফ আলীর কলোনীর) মৃত সাইম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কিশোরী বাড়ি থেকে পায়ে হেঁটে সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় নানার বাড়ি যাচ্ছেন। তখন রুবেল মিয়া কিশোরীকে ফুসলিয়ে ঘুরে বেড়ানোর কথা বলে সিএনজি অটোরিকশায় তুলে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের গোলাম আলীর কলোনিতে নিয়ে একটি কক্ষে ওই কিশোরীকে ধর্ষণ করে রুবেল। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে রুবেল মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। পরে বাড়ি পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে শুক্রবার দিবাগত রাত পর্যন্ত ওই কলোনিতে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে রুবেল মিয়া।
এরপর কিশোরীর পিতা রুবেলের মোবাইলে ফোন করে তাকে কৌশল এয়ারপোর্ট এলাকার কুরবানটিলা নিয়ে আসা হয়। তখন কিশোরীর পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রুবেলকে আটক করে এবং কিশোরীকেও উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার এয়ারপোর্ট থানায় রুবেলকে আসামী করে মামলা দায়ের করেন।