হবিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৮:৪৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলো, চুনারুঘাটের দুধপাতি এলাকার আলি মিয়ার ছেলে অবন মিয়া (৪০), দক্ষিণ সুরমার মৃত মুক্তার হোসেনের ছেলে মো. ইদু মিয়া (৪৬), একই এলাকার ফুরন মিয়ার ছেলে মো. নজরুল মিয়া (২৬) এবং চুনারুঘাটের হাপটার হাওর এলাকার অনু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৮)।
রোববার দুপুরে র্যাব-৯ এর সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শনিবার রাতে মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।