৯ এপ্রিলের পর লন্ডন ঢুকলে কোয়ারেন্টিন খরচ পৌনে ২ লাখ টাকা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৮:৫৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আটকা পড়া প্রবাসীরা লন্ডন ফিরে যেতে ভিড় করছেন সিলেট বিমান অফিসে। এতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, আগামী ৯ এপ্রিলের পর বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা লন্ডন যেতে হলে ১০ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য অগ্রিম গুণতে হবে পৌনে ২ লাখ টাকা।
এমন পরিস্থিতিতে আটকপড়া প্রবাসীরা পড়েছেন বিপাকে। তারা যুক্তরাজ্যে ফিরে যেতে রোববার সকাল থেকে সিলেটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের অফিসে ভিড় করেন। পাশাপাশি সরকারের সহযোগিতাও চেয়েছে প্রবাসীরা।
সূত্র জানায়, করোনার প্রকোপ কিছুটা কমায় লন্ডন প্রবাসীরা বাংলাদেশে এসে নিজ খরচে ৭/১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়িতে ফিরেন। এ কয়েক মাসে অনন্ত ৩ হাজার লন্ডন প্রবাসী দেশে এসেছেন।
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাজ্য বেশ কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। শনিবার যুক্তরাজ্যে জারি করা বিধিনিষেধে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিক যারা বাংলাদেশে আটকে আছেন তারা ৯ এপ্রিল ভোর ৪টার মধ্যে যুক্তরাজ্যে প্রবেশ করতে হবে। ওই সময়ের পরে কেউ যুক্তরাজ্যে যেতে চাইলে হোটেলে ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য অগ্রিম ১ হাজার ৭২৫ পাউন্ড দিতে হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় পৌনে ২ লাখ টাকা। এছাড়া বাংলাদেশী যারা ব্রিটিশ নাগরিক নয় তারা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না।
এক প্রবাসী জানান, আমরা আসলে কতো বিপদে আছি এটা বুঝানো যাচ্ছে না। যদি সরকার আমাদের যাওয়ার ব্যবস্থা করে তাহলে খুবই ভালো, সরকারে কাছে এটাই আমাদের প্রত্যাশা।
এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, বিমানমন্ত্রী আশ্বস্ত করেছেন একটা আলাদা ফ্লাইট দেওয়া যায় কিনা। হয়তো একটা প্রস্তুতি আছে তাদের ৮ এপ্রিলে দেয়ার।