জকিগঞ্জে ব্রিগেড সাপ্লায়ারকে আড়াই লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৯:০১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জে ব্রিগেড সাপ্লায়ার নামের একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর সিলেট। পরে জরিমানকৃত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয়।
রোববার সকালে এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইন।