বিয়ানীবাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৯:৩০:৫১ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে শাওন আহমদ নামে ৮ বছরের নিখোঁজ এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বৈরাগীবাজারের খশির সড়ক ভাংণী এলাকার সায়দুজ্জামানের ছেলে। রোববার সড়ক ভাংণী এলাকার একটি খালে পরিবারের সদস্যরা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত শাওন গত শনিবার থেকে নিখোঁজ ছিলো বলে জানিয়েছেন তার স্বজনরা।
জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে বাড়ির উঠোনে শাওন খেলাধুলা করছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি জিডি করেন। একদিন পর বাড়ির পাশের একটি খালে শিশুটির দাদা লাশ দেখতে পান।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, শনিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। গতকাল রোববার সকালে তার লাশ পানিতে ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।