দোকানপাঠ খোলা রাখার দাবিতে লকডাউনে জাউয়া’য় বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৬:০৮:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহ লকডাউনের প্রথম দিনে দোকানপাট খোলার রাখার দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাড়কে বিক্ষোভ মিছিল করেছেন জাউয়াবাজারের ব্যবসায়ী, চালক, পথচারীসহ বিভিন্ন শ্রমজীবীরা।
সোমবার দুপুরে জাউয়া বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মিছিল নিয়ে রাস্তায় নামেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সরকারের কাছে দাবি করেন।
তারা বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ, পেটের জ্বালায় জীবন বাঁচাতে আমরা করোনাকে ভয় পাইনা, ভয় পাই সরকারের দেয়া লকডাউনকে।