দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৭:১২:১৭ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: দিরাই পৌরশহরে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে সোমবার আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ইউএনও মাহমুদুর রহমান মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এতে ১৮ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় দিরাই থানা প্রশাসনের উদ্য্যোগে পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও লকডাউন পালনে ব্যবসায়ী ও জনসাধারণকে নির্দেশনামূলক মাইকিং করা হয়। ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: আবু সুফিয়ান, দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম।