জুড়ী কন্টিনালা নদীর অবৈধ বাঁধ অপসারণ করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৭:১৬:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : অবশেষে হাকালুকি হাওর পাড়ের প্রবাহমান জুড়ীর কন্ঠিনালা নদীতে অবৈধ বাঁধ অপসারণ করলেন জুড়ী ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। রোববার জালালাবাদের শেষ পৃষ্ঠায় ‘হাকালুকি পাড়ের প্রবাহমান নদীতে অপরিকল্পিত বাঁধ, কৃষকের মানববন্ধন’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে প্রশাসনের বিভিন্ন মহলে টনক নড়ে। ওই দিন দুপুরেই ইউএনও দাঁড়িয়ে থেকে চলমান নদীর ওপরের অবৈধ বাঁধটি অপসারণ করেন।
অবৈধ বাঁধ অপসারণকালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন সরকার, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
পাউবো’র মৌলভীবাজার জেলার উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন সরকার জানান, স্থানীয় ইউএনও ও পাউবো’র প্রকৌশলীরা নদীর ওপর স্থাপিত অবৈধ বাঁধটি অপসারণ করেছেন। ইউএনও’র সাথে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, গণমাধ্যমে প্রকাশিত চলমান নদীর উপর অবৈধ বাঁধ সংক্রান্ত সংবাদটি তার চোখে পড়েছে। অপরিকল্পিত ও অবৈধ এ বাঁধ দেওয়ায় নদীর গতিপথ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। পত্রিকার রিপোর্ট দেখে তাৎক্ষণিক তিনি বাঁধ অপসারণের উদ্যোগ নেন। আশা করছেন এর ফলে নদীর গতিপথ আগের মতোই চলমান থাকবে এবং হাওরপাড়ের কৃষকের চাষাবাদে কোনো ক্ষতি হবে না।